যশোর অফিস : যশোর সদরের নুরপুর গ্রামের ব্যবসায়ী আতাউর রহমান হত্যা মামলার চার্জশিট ভুক্ত আত্মসমর্পণকারী আসামি আক্তারুজ্জামানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার আক্তারুজ্জামানের জামিনের আবেদনের শুনানি শেষে বিচারক শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আসামি আক্তারুজ্জামান যশোর সদরের আরবপুর এলাকার বাসিন্দা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ এপ্রিল রাত ১০টায় আতাউর রহমানকে আরবপুর এলাকায় গুলি করে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে যশোর পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। এ মামলার তদন্ত শেষে আক্তারুজ্জামানকে অভিযুক্ত করা হয়। তিনি দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার আদালতে আত্মসমর্পণ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত