যশোর অফিস : যশোরে পৃথক অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গত সোমবার আটকের পর মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা মধ্যপাড়ার হাসান আল মামুন ও ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামের সুবেল হাসান। পৃথক এ ঘটনায় কোতোয়ালি থানায় দু’টি মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার দিনগত রাত ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক সাইদুর রহমান হাসান আল মামুনের বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে তার ঘর থেকে আটক করেন। পরে ঘরে তল্লাশি চালিয়ে খাটের তোষকের নিচ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন দুপুর দেড়টার দিকে উপ-পরিদর্শক এস এম শাহীন পারভেজ সুবেল হাসানের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে পলিপ্যাকে রাখা ১১ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার ও তাকে আটক করে।