যশোর অফিস : যশোরের ডিবি পুলিশ ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জনি হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে। জনি শহরতলীর সুজলপুর গ্রামের আব্দুল রহিম পাড়ের ছেলে।
ডিবির এসআই রাজেশ কুমার দাশ জানিয়েছেন, গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের মাইকপট্টি কেশবলাল সড়কের একটি চায়ের দোকানের সামনে থেকে জনিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত