যশোর অফিস : যশোরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে।
উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, গত রোববার দুপুর আড়াইটার দিকে শেখহাটি তারামসজিদ বাইলেন এলাকার তবিবুর রহমানের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করা হয়। এরা হলো ঝিরাইদহের মহেশপুর উপজেলার তালসারা গ্রামের এজাজুল ইসলামের ছেলে সাদেকুর রহমান (২৪) এবং ওই বাড়ির ভাড়াটিয়া আলমগীর হোসেনের ছেলে ইউসুফ হোসেন (৪০)।
উপ-পরিদর্শক সাইদুর রহমান জানিয়েছেন, গত রোববারে বিকেল সাড়ে ৪টার দিকে শহরের এমএম কলেজের দক্ষিণ গেটের সামনে থেকে ৪৫ পিস ইয়াবাসহ তুহিন মোল্লা (৩২) নামে এক যুবককে আটক করা হয়। তুহিন শহরের রেলগেট পশ্চিমপাড়া কলবাগান পাড়ার বাশার মোল্লার ছেলে।