যশোর অফিস : যশোরে পুলিশ আলাদা অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে। তারা হলেন আল-আমিন ওরফে আলাউদ্দিন হাওলাদার (২৮), মিরাজ হোসেন আকাশ (২১) ওমেহেদী হাসান সজল (২৩)।
পুলিশ জানায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে কচুয়া পাড়ার ব্রিজের উত্তর পাশ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন ওরফে আলাউদ্দিন হাওলাদার (২৮) কে আটক করা হয়। তিনি ওই এলাকার রেলস্টেশন এলাকার আজিজুল হাওলাদারের ছেলে।
এছাড়া গত শুক্রবার রাত ১১টার দিকে শহরের বিমানবন্দর সড়কের সামনের একটি গলি থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের সিটি কলেজপাড়ার আব্দুর রশিদের ছেলে মিরাজ হোসেন আকাশ (২১) এবং বেজপাড়া মেইন রোড়ের সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান সজল (২৩)কে আটক করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত