
যশোর অফিস : যশোরের সদর ফাঁড়ির পুলিশ ৪০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। রমজান শহরতলীর মুড়লী খাঁ পাড়ার সিদ্দিক আলীর ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এএসআই কুতুব উদ্দিন জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার কচুয়া বাজারের একটি খাবারের দোকানের ভেতর থেকে রমজান আলীকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।