যশোর অফিস : যশোর শহরে ঘোপ সেন্ট্রাল রোডস্থ সদর হাসপাতালের মসজিদের কাছে ইয়াবা বেচাকেনার অভিযোগে গোলাম রব্বানী (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি (আদর্শপাড়া) গ্রামের ইমরান হোসেনের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন পলাশ কুমার বিশ্বাস বলেন, থানার পুলিশ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় গোপন খবর পান শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ সদর হাসপাতালের মসজিদের পাশে মেসার্স ভাই ভাই ষ্টোর নামক ষ্টেশনারী দোকানের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে পুলিশ পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে ইয়াবা নিয়ে অবস্থানকারী যুবক গোলাম রব্বানী দৌড়ে পালানোর এক পর্যায় গ্রেফতার হন। পরে তার কাছে থাকা ২শ’ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃত ইয়াবা কারবারীকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত