যশোর অফিস : যশোরে থানা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৪৭২পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর উপশহর নিউ মার্কেট বস্তির মৃত অমূল্য সাধু ঋষির ছেলে রঘনাথ ঋষি,সদর উপজেলার কায়েতখালি কারিগরপাড়ার ওসিয়ার রহমানের ছেলে ইব্রাহিম হোসেন ও যশোর শহরের কাজীপাড়া কাঠালতলার নূর ইসলামের ছেলে আমিনুর ইসলাম ওরফে ইমু। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা তিনটি মামলা হয়েছে। তাদেরকে শুক্রবার ২৭ অক্টোবর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ২৬ অক্টোবর রাত পৌনে ১০ টায় ডিবি’র এসআই সাদ্দাম হোসেনসহ একটি টিম গোপন সূত্রে খবর পান শহরের পুরাতন কসবা ঘোষপাড়া মোড়স্থ জনৈক বাবু মোল্লার ২য় তলা পাকা বাড়ির সামনে এক মাদক বিক্রেতা মাদক বেচাকেনার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা আমিনুর ইসলাম ওরফে ইমু পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হয়। এ সময় তার কাছে থাকা ৭০পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে কোতয়ালি থানার এক এসআই বৃহস্পতিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার সামনে অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেনকে ৪০২পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা বৃহস্পতিবার ২৬ অক্টোবর বিকেলে শহরতলী ঝুমঝুমপুর যশোর ডায়াবেটিক হাসপাতাল গেটের সামনে পাকা রাস্তা ফুটপাতের উপর থেকে রঘনাথ ঋষিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
যশোরে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
Leave a comment