
যশোর অফিস : যশোর ডিবি, চাঁচড়া ফাঁড়ি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয়ের কর্মকর্তারা আলাদা অভিযান চালিয়ে ১শ’ ৫ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজাসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের রেলগেট পশ্চিমপাড়া বর্তমানে সদরের পুলেরহাট বেড়বাড়ি মাঠপাড়া আলমগীরের বাড়ির ভাড়াটিয়া আলম শেখের ছেলে নাবেদুল হাসান ওরফে রানা (৩৩) তপসীডাঙ্গা কামারপাড়া গ্রামের আজগর আলীর ছেলে শাহিনুর (৩২) শহরের শংকরপুর চোপদার পাড়ার রুহুল আমিন মোল্লার ছেলে ইমন (১৯)। এছাড়া শংকরপুর জমাদ্দার পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে সোহাগ সুমন (৩২) পালিয়ে যায়।
ডিবি পুলিশের এস আই আরিফুল ইসলাম জানান, গত শনিবার বিকেলে গোপনে সংবাদ পান পুলেরহাট বেড়বাড়ি আলমগীরের বাড়ির সামনে ইয়াবা বিক্রির জন্য দুই মাদক বিক্রেতা অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে সেখানে পৌছালে বিক্রেতারা পালানোর চেষ্টা করে। সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাবেদুলের কাছ থেকে ৬০ পিস ও শাহিনুরের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
চাঁচড়া ফাঁড়ির এ এস আই মোস্তাফিজুর রহমান জানান, রোববার দুপুরে চাঁচড়া বাজার মোড়ে অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমনের প্যান্টের বাম পকেট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গত শনিবার বিকেলে শংকরপুর জমাদ্দারপাড়ার মুকুলের বাড়ি অভিযান চালিয়ে তার জামাতা সোহাগ সুমনের ঘরের তোষকের নীচ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কোতয়ালি থানায় পৃথক ৪টি মামলা হয়েছে।

