যশোর অফিস : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় এক নারী মাদক বিক্রেতাসহ চারজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,যশোর শহরের রেলগেট (পশ্চিমপাড়া) এলকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম, শহীদুল ইসলামের স্ত্রী জোসনা বেগম, একই এলাকার রুস্তম আলীর ছেলে সাইফুল ইসলাম ও পুরাতন কসবা (ঢাকা রোড ঘোষপাড়া) এলাকার রবিউল ইসলাম বাবুর ছেলে ইকরাম মন্ডল। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।তাদেরকে রোববার ৭ মে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এএসআই ইমদাদুল হকের নেতৃত্বে একটি টিম শনিবার ৬ মে বিকালে গোপনসূত্রে খবর পেয়ে শহরের এমএম কলেজের দক্ষিণ পাশের মনির এর মালিকানাধীন রোজা টেলিকম এর সামনে অভিযান চালিয়ে শহীদুল ইসলাম ও সাইফুল ইসলামকে আটক করে পরে তাদের কাছ থেকে ৪০পিস ইয়াবা উদ্ধার করে। শহীদুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তার স্ত্রী জোসনা বেগমের কাছ থেকে আধাকেজি গাঁজা উদ্ধার করে। অপরদিকে, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর পুলিশ জানায়,একদল পুলিশ শনিবার ৬ মে বিকেলে শহরের পুরাতন কসবা ঢাকা রোড ঘোষপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবু মন্ডলের বাড়ির গলির রাস্তার ওপর থেকে ইয়াবা বেচাকেনার অভিযোগে ইকরাম মন্ডলকে আটক করে। এ সময় ইকরাম মন্ডলের কাজ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত