যশোর অফিস : যশোর কোতয়ালি থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ৬৭০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে যশোর উপ-শহর বিরামপুর কাজীপাড়ার বাবর আলীর ছেলে জীবন মোল্লা, সদর উপজেলার আবাদ কচুয়া (খালপাড়া) গ্রামের বর্তমানে শহরের বেজপাড়া (আনছার ক্যাম্পের দক্ষিণ পাশের্^ জনৈক মুন্নার বাড়ির ভাড়াটিয়া) মৃত আফছার শিকদারের ছেলে সাকির হোসেন ও সদর উপজেলার দেয়াড়া (মসজিদ পাড়া) এলাকার রুস্তম আলীর ছেলে হাদিউজ্জামান ওরফে সম্রাট। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানায়, গত সোমবার রাত ৮টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার দেয়াড়া গ্রামের তোফাজ্জেল হোসেন ওরফে খোকার পুকুরের দক্ষিণ পাশে^ কাঁচা রাস্তার ওপর থেকে ইয়াবা বিক্রির অভিযোগে হাদিউজ্জামান ওরফে সম্রাটকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে কোতয়ালি থানার পুলিশ গত সোমবার রাত পৌনে ১১টায় শহরের বেজপাড়া তালতলা মোড় অর্ণিবান সংসদের সামনে থেকে গাঁজা বিক্রির অভিযোগে সাকির হোসেন শিকদারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা গত সোমবার সকালে উপশহর বিরামপুর কাজীপাড়া এলাকাস্থ কাজী রুহুল আমীনের ঘরে থাকা মেয়েজামাই জীবন মোল্লাকে ৬৫০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ১৮ হাজার টাকাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা তিনটি মাদক আইনে মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত