
যশোর অফিস : গভীর রাতে শহরের শ্রীধরপুকুর পাড়া বেজপাড়া টিএন্ডটি কোয়ার্টারের সামনে ইয়াবা বিক্রির অভিযোগে পুলিশ দু’জন যুববকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শহরের বারান্দীপাড়া (মোল্লাপাড়া বাঁশতলা সোহেলের বাড়ির ভাড়াটিয়া) ইনছান মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও সিটি কলেজপাড়া (বউ বাজার জামাল শেখের বাড়ির ভাড়াটিয়া) আব্দুস ছালামের ছেলে মোক্তার হোসেন। এ ঘটনায় কোতয়ালি থানায় বুধবার সকালে মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পান শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড় টিএন্ডটি কোয়ার্টারের সামনে ইয়াবা বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩টার পর অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা রকিবুল ইসলাম রুবেল ও মোক্তার হোসেন দৌড়ে পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে রবিউল ইসলাম রুবেলে পকেটে থাকা ১২পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২১ হাজার ৬শ’ ২২ টাকা এবং মোক্তার হোসেনের কাছে থাকা ১০পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দেন। বুধবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত