যশোর অফিস : ‘মানবকল্যাণে আমরা ঠকতে চাই’ কিংবা ‘এহলৌকিক লস, পারলৌকিক লাভ’ স্লোগানকে সামনে রেখে রমজানে প্রথম বাজারের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে লস প্রজেক্ট। তারি ধারাবাহিকতায় শনিবার ৫০ শতাংশ কমে ৫৩৭টি মধ্যবিত্ত পরিবারকে দেয়া হয়েছে ৯টি পণ্য।
আইডিয়া-সানাবিল লস প্রজেক্টের ৩য় বাজারে এ পর্যন্ত ৫৩৭টি মধ্যবিত্ত পরিবারের কাছে রমজান মাসের ৪ সপ্তাহে অর্ধেক দামে ৯টি পণ্য বিক্রি করেছে। একজন ক্রেতা- পরিবার প্রতি ৫৪ টাকা কেজি দরের চাল ২৫ টাকায় ৫ কেজি, ২৫ টাকা কেজি দরের আলু ১০ টাকা করে ২ কেজি ও বাকি ৭ টি পণ্য ১ কেজি করে ১৪০ টাকা দরের ডাল ৪০ টাকায়, ১২০ টাকা দরের চিনি ৪৫ টাকায়, ১৯০ টাকা লিটারের তেল ১২০ টাকায়, ৪৫ টাকা দরের পেঁয়াজ ২০ টাকায়, ৯৫ টাকা দরের ছোলা ৬০ টাকায়, ৬০ টাকা দরের চিড়া ২০ টাকায়, ৩২০ টাকা দরের খেজুর ১০০ টাকায় ক্রয় করতে পারছেন।
বাজার ঘুরে দেখা যায়, সমমানের পণ্য ৯টি একজনের ক্রয় করতে প্রয়োজন হতো ১২৮৭ টাকা। তবে আইডিয়া-সানাবিল লস প্রজেক্ট ৫৫০ টাকায় পণ্য গুলো বিক্রি করেছে।