
যশোর অফিস : যশোরের বেজপাড়ার কলোনী এলাকায় বুধবার বিকেলে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এক উঠান বৈঠক ও বিনামূল্যে জৈবসার, চারা ও বীজ বিতরণ করা হয়। জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা ইয়াসমিনের উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে বসত-বাড়ির পাশে অনাবাদি জমি আবাদি করতে ৫০ জন নারীকে বিনামূল্যে জৈব সার, পুঁইশাক ও বেগুন চারা এবং লাউ, শিম, বরবটি, ঢেঁড়স, ডাটা, চিচিংগা, কলমি শাক, লাল শাকসহ ১০ রকমের শাক-সবজির বীজ বিতরণ করা হয়। এসব চারা ও বীজ রোপন করে পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে স্থানীয় বাজার ও বাড়ির আশেপাশে বিক্রি করে নারীরা স্বাবলম্বী হতে পারবে।
জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি ফারজানা ইয়াসমিন বলেন, এই পুষ্টি বাগানের গুণাগুণ হচ্ছে সবজি উৎপাদনে কোন রকম রাসায়নিক সার ব্যবহার করা হয় না। জৈবসার ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করা সম্ভব। বসত-বাড়ির অনাবাদি জমি আবাদি করতে চাষের আওতায় আনা গেলে দেশের মানুষের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা অর্জনে সক্ষম হবে।