
যশোর অফিস : সদর উপজেলার এনায়েতপুরের মাঠ থেকে তিনটি ট্রান্সমিটারের ভেতর থেকে তামা চুরি হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই গ্রামের আব্দুর রাজ্জাক বিশ্বাস(৭০)।
অভিযোগ পত্রে আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন, এনায়েতপুরের মাঠে তার ফসলী জমি আছে। জমিসে সেচের জন্য একটি গভীর নলকুপ বসানো আছে। তাকে পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ দেয়া আছে। খুঁটিতে তিনটি ট্রান্সমিটার বসানো ছিলে। গত বুধবার সকাল ৬টার দিকে মাঠে গিয়ে দেখি তিনটি ট্রান্সমিটার নিচে নামানো। সেগুলো খোলা। তার ভেতর থেকে তামাসহ মূল্যবান জিনিসপত্র নেই। তার ধারনা ১৬ মে রাত থেকে ১৭ মে সকাল ৬টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত চোর বা চোরচক্র ওই ট্রান্সমিটার খুুঁটি থেকে নামিয়ে তার ভেতর থেকে তামা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কৃর্তপক্ষকে জানিয়ে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।