
যশোর অফিস : যশোরে একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হযরত ফুটবল একাডেমী। বৃহস্পতিবার বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে হয়রত ফুটবল কোচিং সেন্টার ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে অভয়নগর ফুটবল কোচিং সেন্টারকে। হয়রত ফুটবল কোচিং সেন্টারের পক্ষে একমাত্র গোলটি করেন চয়ন ম্যাচের ৬ মিনিটে। ম্যাচ সেরা হয়েছেন অভয়নগর ফুটবল কোচিং সেন্টারের হাসান। বুধবার প্রথম সেমিফাইনালে উপশহর ফুটবল একাডেমী ১-০ গোলের ব্যবধারে পরাজিত করে সাচ্চু ফুটবল কোচিং সেন্টারকে। এ জয়ে টুর্নামেন্টর ফাইনালে ওঠে উপশহর ফুটবল একাডেমী। কাল ৪ জানুয়ারি টুর্নামেন্টর ফাইনালে মুখোমুখি হবে উপশহর ফুটবল একাডেমী ও হয়রত ফুটবল কোচিং সেন্টার। সোনালী অতীত ক্লাব, যশোরের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ টুর্নামেন্ট। পৃষ্ঠপোষকতায় রয়েছে মোহসেনা অলি আহম্মদ স্মৃতি সংসদ।