যশোর অফিস : বিকেলে শহরের চুড়ামনকাটি ইউনিয়নের আদর্শপাড়া গ্রামস্থ ষষ্টি বেলতলা নামকস্থানে অবস্থান নিয়ে মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ইসলা গোলদার নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তার দখল হতে ১ কেঁজি গাঁজা উদ্ধার দেখিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই রাজেশ কুমার দাস। মামলায় আসামী করেন, চুড়ামনকাঠি মাঠপাড়া গ্রামের মৃত হামজা গোলদারের ছেলে ইসলাম গোলদার। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়।