যশোর অফিস : যশোরে গাঁজা বেচাকেনা কালে মিন্টু নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশের একটি দল। সে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা (মান্দিয়া বটতলা) গ্রামের বর্তমানে চৌগাছা উপজেলার মাশিলা (গাংদিয়া সরকারী আশ্রমকেন্দ্র) এলাকার ইনতাজ শেখের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে কোতয়ালি থানায় মামলা হয়েছে।
ডিবি পুলিশের এসআই বিপ্লব সরকারসহ একদল পুলিশ সোমবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে গোপন সূত্রে খবর পান যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামের হযরত শাহ সুলতান আহম্মেদ মাজারের সামনে জনৈক গাঁজা বিক্রেতা বেচাকেনার জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে পৌছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থানকারি যুবক মিন্টু দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ১ কেজি গাঁজাসহ আটক করে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।