
যশোর অফিস : যশোরে মাছ চুরি ঠেকাতে গিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জনি হাসান (৩৬), ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জনি হাসান নিজের বাড়ির সামনে পুকুরে মাছ চুরি করতে দেখে চোরদের ধরে ফেলেন। এসময় একই গ্রামের রবি (২২), শাহিন (২৩), সাইদ (২০), রফিকুল (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে লাঠি ও গাছি দা দিয়ে তার ওপর হামলা চালায়। এতে জনির ডান হাতে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত জনি হাসানের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আহত জনি, সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত