যশোর অফিস : যশোর সদরের শেখহাটির হঠাৎপাড়ায় নিজঘর থেকে আবু বক্কর নামে (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আবু বক্কর মাগুরা জেলার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে।
নিহতের স্বজনেরা জানান, আবু বক্কার বিয়ে করেননি। গ্রামেরবাড়ি মাগুরা হলেও তিনি শেখহাটি গ্রামে বসবাস করতেন। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। মাঝে-মাঝে তিনি মাগুরাতে যেতেন। এছাড়া তাদের সাথে তেমন যোগাযোগও করতেন না আবু বক্কর। হঠাৎ মৃত্যুর সংবাদ শুনে তারা যশোরে এসে মরদেহ শনাক্ত করে।
স্থানীয়রা জানায়, বক্কার এলাকায় তেমন কারও সাথেই মিশতেন না। নিজবাড়িতে থাকলেও অনেকটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করতেন। বেশ কয়েকদিন ধরে তার দেখা পাওয়া যায়নি। এছাড়া বুধবার দুপুরের পর থেকে তার বাড়ি থেকে দুর্গন্ধ পাওয়া যায়। পরে ঘরে যেয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়।এদিকে খবর পেয়ে ডিবির একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। তারা বিভিন্নভাবে তদন্ত করেন।
এ বিষয়ে ডিবির এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেন, বলেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ্য ছিলেন। অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছেন বলে জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত