যশোর অফিস : যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসহ ৪জনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে যশোর সদর উপজেলার মন্ডলগাতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ দুপুর ৩টায় ডিবি কার্যালয়ে এক ব্রিফিং এ তথ্য জানানো।
আটককৃতরা হলো যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকার কবির হোসেনের ছেলে মুরাদ হোসেন, মন্ডলগাতি গ্রামের মৃত মনসুর আলীর ছেলে শুকুর আলী, কৃষ্ণবাটি গ্রামের জাহাঙ্গীর কবিরের ছেলে ফয়সাল ও যশোর শহরের রায়পাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে জিসান।
ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যশোর সদর উপজেলার মন্ডলগাতি সত্তরঘর বস্তির একটি পরিত্যক্ত ঘরে কতিপয় চিহিৃত সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্ত্রাসী ঘরের পিছনে খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে সেখান থেকে ২জনকে হাতে নাতে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২টি বার্মিজ চাকু, ৬টি ধারালো দেশীয় অস্ত্র, ৪টি ককটেল বোমা, বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতদের তথ্যমতে আরো ২জনকে একই এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।