
যশোর অফিস : যশোরের ফারদিন গ্লাস এন্ড প্লাস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী কবি ও বাচিক শিল্পী আশরাফুল হাসান বিপ্লবের স্ত্রী ফিরোজা খাতুনের (৩২) রুহের মাগফেরাত কামনায় শুক্রবার জুম্বাবাদ শহরের শংকরপুর বিভিন্ন জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, কবি, সাহিত্যিক সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন, শংকরপুর জমাদ্দার পাড়া সিগনাল ডাউন জামে মসজিদের ইমাম মুফতি রোকোন উদ্দিন, শংকরপুর জমাদ্দার পাড়া আনোয়ারা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জামিল উদ্দিন, শংকরপুর জমাদ্দার পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ তায়জুল ইসলাম, শংকরপুর জমাদ্দার পাড়া ওসমান গনি জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান।
প্রসঙ্গত. বুধবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে অন্তঃসত্ত্বা ফিরোজা খাতুনের মৃত্যু হয়। ওইদিন আছরবাদ শহরের ছোটনের মোড়ে জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে দাফন করা হয়।