
যশোর অফিস : যশোরে কাঠেরপুল যুব সংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার যশোরের টিচার্স ট্রেনিং কলেজ অডিটোরিয়ামের এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান সন্মানিত অতিথি ছেলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও গ্রামেরকাগজের বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম, দৈনিক স্পন্দনের চীফ রিপোর্টার কাজী আশরাফুল আজাদ, দৈনিক লোকসমাজের ক্রাইম রিপোর্টার মীর মঈন হোসেন মুসা, সমাজের কথার ক্রাইম রিপোর্টার লাবায়ুল হক রিপন, কাজল মোল্লা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক শিমুল ভুইয়া, অন্যতম সদস্য রিকি খান, মোহাম্মদ ইসরাফির, রবিন হাসান সেতু, জামসেদ শেখ, ইব্রাহিম হোসেন, রিংকু ইসলাম, নিবর আলামিন, মোঃ রিপন, জাকির হোসেন প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে সংগঠনের প্রবীন সদস্য নড়াইলের প্রয়াত সাংবাদিক নাইমুর রহমান ফিরোজের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।