শহিদ জয়, যশোর : জাহাঙ্গীরআলম(২৫) নামে নামে এক যুবককে মুক্তিপণের দাবিতে আটক ও মারপিট করার অপরাধে শহরের খালদার রোড এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে আটক করেছে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার (২৫ সেপ্টেম্বর) শহরের খালদার রোড এলাকার একটি সরকারি আবাসিক কোয়াটার এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক যুবককে মুক্তিপণের দাবিতে আটকে রেখে মারপিট করে কিশোর গ্যাঙের সন্ত্রাসীরা। পরে আলম নামে ওই যুবক কৌশলে তাদের জিম্মিদশা থেকে পালিয়ে এসে পুলিশের কাছে অভিযোগ করে পরে পুলিশ এই ঘটনায় শহরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং এর ৮ সন্ত্রাসীকে আটক করে।আটককৃতরা হচ্ছে-যশোর শহরের খালধার রোডের মুক্ত কুমার (১৯), কাঠের পুল এলাকার মিলন মোল্লা (১৯), একই এলাকার হাসিব কাজী (১৯), লোন অফিস পাড়ার আব্দুল্লাহ আল কাফি (১৯), একই এলাকার শাহাজুল (১৯), তানভীর এলাহী তাইন (১৯), পূর্ব বারান্দি মাঠ পাড়ার রায়হান মেহেদী, একই এলাকার মুন্না (১৯)।
যশোর কোতোয়ালি থানার পুলিশ জানায়,যশোরের ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের জাহাঙ্গীর আলম অভিযোগ করে জানিয়েছেন ,তিনি যশোর শহরের খালদার রোডে পারিবারিক কাজে এসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশে সিএমবির স্টাফ কোয়ার্টারের ভেতর নিয়ে যায়। ওই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে তার মোবাইল ফোন এবং নগদ সাড়ে ৯ হাজার টাকা হাতিয়ে নেয়। ৩ ঘণ্টা ধরে তাকে আটকে রেখে বেধড়ক মারপিট করে পরে মুক্তিপণ হিসেবে তার কাছে ২০ হাজার টাকা দাবি করে। পরে তিনি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের ৮জনকে আটক করে।।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত শফিকুল আলম চৌধুরী বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৮ জনকে আটক করে পুলিশ। আটক কিশোর গ্যাংয়ের সদস্যের কাছ থেকে খোয়া যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত