
যশোর অফিস : যশোরে শহরতলীর খোলাডাঙ্গা মফিজপাড়া রকমারী টি স্টলের সামনে এনামুল হোসেন ইমন (২৩) নামে এক যুবককে পূর্ব শত্রুতার কারনে পিস্তল দিয়ে জিম্মি করে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আহত যুবকের পিতা সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে কামাল হোসেন বুধবার বিকেলে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ঘটনার সাথে জড়িত এজাহার নামীয় আসামী দু’জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,খোলাডাঙ্গা গ্রামের খালিদুর রহমান ওরফে টিটো পাগলের ছেলে আশিকুর রহমান ওরফে শাওন, একই উপজেলার পাগলাদাহ গ্রামের মোজাহারের ছেলে শহিদ। মামলায় আসামীরা হচ্ছে,খোলাডাঙ্গার মফিজুর রহমানের ছেলে আশা,মৃত দেওয়ানের ছেলে শাহাজালাল বাবু ওরফে লাদেন বাবু,মৃত মফিজুর রহমানের ছেলে যুথী মীর্জা,লুৎফর রহমানের ছেলে রায়হান,টিটোর পাগলার ছেলে শাওন,লুৎফর রহমানের ছেলে ইমরান, মৃত মোজাহারের ছেলে শহিদ, তোবজ্জেলের ছেলে আলমগীর, রবিউলের ছেলে গোলাম রসুল,সোহান গাজীর ছেলে জুয়েল, হিরুর ছেলে সাদ্দাম ও মৃত জাহিদ মীর্জার ছেলে জাহিন মির্জাসহ অজ্ঞাতনামা ৫/৬জন।
মামলায় বাদি উল্লেখ করেন,তার ছেলে এনামুল হোসেন ইমন গত ২৩ জুলাই খোলাডাঙ্গা মফিজপাড়া মসজিদের সামনে রকমারী টি স্টলে অবস্থানকালে । পূর্ব শত্রুতার কারনে আসামীগন হাতে ধারালো চাপাতি,রামদাও,হাসুয়া,চাকু,চা