যশোর অফিস : যশোরে শহরের সিটি প্লাজা হোটেল থেকে ধাতব কৃষ্ণ মূর্তি নিয়ে প্রতারণার সময় আব্দুর রাজ্জাক (৫৮) ও রুহুল কুদ্দুস (৫৩) নামে দুই প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হলেও শনিবার বিকালে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ও ঝিকরগাছা উপজেলার নাভারন গ্রামের রুহুল কুদ্দুস। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি ধাতব পদার্থের মূর্তি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, আসামিরা ওই মূর্তি দেখিয়ে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলো। এ খবরের ভিত্তিতে এসআই মাইদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ওই দুই প্রতারককে আটক করে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
যশোরে কৃষ্ণ মূর্তি নিয়ে প্রতারণার সময় আটক ২
Leave a comment