
যশোর অফিস : যশোরে ঘোপ সেন্ট্রাল রোডে জেল পুলিশ সদস্য হাফিজুর রহমানের স্ত্রী ফারজানার (২৬) এর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার দুপুরে শহরের ঘোপের একটি ভাড়া বাসার রুম থেকে মরাদেহটি উদ্ধার করে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ।
ফারজানার স্বামী জেল পুলিশ সদস্য হাফিজুর রহমান জানান, তিনি ডিউটিতে ছিলেন। সংবাদ পেয়ে বাসায় এসে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। কি কারণে ফারজানা আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি হাফিজুর রহমান।
মৃতের কন্যা আনিকা কবীর (১১) জানায়, রাতে সে বাবা-মায়ের সাথেই ঘুমিয়েছিলো। কোন ঝগড়া-বিবাদ বা আত্মহনন করার মত কোন কিছু ঘটেনি। সকালে প্রতিদিনের মতই সে স্কুলে চলে যায়। আজ স্কুল থেকে ফিরে মায়ের মরাদেহ দেখতে পায়। আনিকা স্কুলের ৬ষ্ঠ শ্রেনির ছাত্রী।
মৃত ফারজানা বাগেরহাট জেলা সদরের ধূলিঘাটি শাহীন হোসেনের মেয়ে ও একই জেলার পঞ্চমালা গ্রামের খান সুলাইমান মাস্টারের ছেলে হাফিজুর রহমানের স্ত্রী। হাফিজুর রহমান বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত রয়েছেন। তারা ঘোপের মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস্ জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত না করে কিছু বলা যাবেনা। যশোর কোতোয়ালী থানার এএসআই শরিফুল ময়নাতদন্তের কাগজপত্র তৈরি করছেন বলে জানান।