যশোর অফিস : যশোরে পোষা বিড়াল কবুতল শিকার করে খেয়ে ফেলার প্রতিবাদ করার কারণে মোবাচ্ছের মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে মারপিটে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হেলাল শেখ (২৩) নামে এক যুবককে একটি খেলনা পিস্তলসহ আটক করেছে। হেলাল সদর উপাজেলার জঙ্গলবাঁধাল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
জঙ্গলবাঁধাল মোল্লাপাড়ার মোবাচ্ছের মোল্লা কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, আসামি হেলাল ও তার বাড়ি পাশাপাশি। তিনি শখের বসে কবুতর পোষে। আর আসামি হেলালের একটি কালো রংয়ের বিড়াল প্রায় সময় কবুতর শিকারের চেষ্টা করে। তিনি বিড়াল আটকাতে বললেও হেলাল শুনেনি। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হেলালের পোষা বিড়াল তার একটি কবুতর খেয়ে ফেলে। তিনি সময় চিৎকার চেঁচামেচি করলে হেলাল তার বাড়িতে যায়। এবং তাকে মারপিট করে। পরে তাকে একটি পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়। এই ঘটনায় পর তিনি বসুন্দিয়া ক্যাম্পের পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হেলালকে আটক করে। পরে তার কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করে।
ক্যাম্পের এসআই কামরুজ্জামান জানিয়েছেন, শনিবার আটক হেলালকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত