যশোর অফিস : সদর পুলিশ ফাঁড়ী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। মামলায় আসামিরা হচ্ছে, শহরের সিটি কলেজপাড়ার মৃত সামসুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম ওরফে জাহিদ ও শহরের চোপদার পাড়া রোড পশ্চিম অংশ, (শংকরপুর) এলাকার মৃত আমির হোসেনের ছেলে হানিফ পাটোয়ারী। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় আলাদা মাদক আইনে দু’টি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় খ সার্কেল সূত্রে জানাগেছে, রোববার দুপুর ১ টায় গোপন সূত্রে খবর পেয়ে শংকরপুর চোপদার পাড়াস্থ পশ্চিম অংম হানিফ পাটোয়ারী বাড়িতে অভিযান চালায়। এ সময় হানিফ পাটোয়ারী পালানোর এক পর্যায় ব্যর্থ হয়। পরে তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। অপরদিকে,সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে,ফাঁড়ীর এক এটিএসআইসহ একদল পুলিশ গত শনিবার রাত পৌনে ৮টায় শহরের সিটি কলেজপাড়া আমির আলী বাসা মেস এর উত্তরে ফাঁকা মাঠের পাশ থেকে গাঁজা বেচাকেনার অভিযোগে জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে গ্রেফতার করে। পরে তার দখল হতে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। রোববার ১২ মার্চ দুপুরে গ্রেফতারকৃত দু’জনকে আদালতে সোপর্দ করে।