যশোর অফিস : কোতয়ালি মডেল থানা ও সদর পুলিশ ফাঁড়ীতে কর্মরতরা আলাদা অভিযান চালিযে ৭শ’ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের খড়কী গ্রামের রবিউল ইসলামের ছেলে চাঁদ মিয়া ওরফে চান্দু,সদর উপজেলার মাহিদিয়া (পূর্বপাড়া) গ্রামের একরামুল হোসেনের ছেলে জসিম ও মন্ডলগাতী (আদর্শ গ্রাম) এলাকার মৃত নূর ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে দু’টি মামলায় শুক্রবার ১০ ফেব্রুয়ারী আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে, থানার এক এসআইসহ একদল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী বিকেলে সদর উপজেলার তপসীডাঙ্গা গ্রামের আহলে হাদিস মসজিদের পাশে জনৈক ইসরাইল পাটোয়ারীর চায়ের দোকানের সামনে থেকে জসিম উদ্দিন ও আব্দুর রাজ্জাককে ৫শ’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৯০ টাকাসহ গ্রেফতার করে। অপরদিকে,সদর পুলিশ ফাঁড়ীর এক এটিএসআই জানান, বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে শহরের খড়কী কলাবাগান পাড়া শাহ আব্দুল করিম রোড শুকুরের বাড়ির সামনে চাঁদ মিয়া ওরফে চান্দুকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ২শ’ ২ গ্রাম গাঁজা উদ্ধার করে।