প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ৩:২৯ পি.এম
যশোরে গাঁজাসহ যুবক আটক

যশোর অফিস : যশোরে গত শনিবার সন্ধ্যায় শহরের বারান্দীপাড়া বটতলার মোড় এলাকায় গাঁজা বিক্রিকালে আব্দুল আলীম ওরফে বাবু নামে এক গাঁজা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সে শহরের পূর্ব বারান্দীপাড়া (মাঠপাড়া বাধন এর বাড়ির ভাড়াটিয়া মৃত ইয়াসিন গাজীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
যশোর সদর ফাঁড়ী পুলিশ,শনিবার ৭ অক্টোবর সন্ধ্যায় বটতলাস্থ মোড় রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা যুবক পালানোর চেষ্টা করে পরে তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন। রোববার ৮ অক্টোবর মাদক বিক্রেতা আব্দুল আলীম ওরফে বাবুকে আদালতে সোপর্দ করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া