যশোর অফিস : গত বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাঁচ বাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের এক বাড়িতে গাঁজা বেচাকেনার অভিযোগে আনিছুর রহমান নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা। আনিছুর রহমান সদর উপজেলার পাঁচবাড়িয়া দক্ষিণপাড়ার মৃত সোলেমান মোল্লার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন দপ্তর সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে আনিছুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত