
যশোর অফিস : যশোরে গাঁজাসহ ভুয়া পুলিশ সদস্য ইব্রাহিম হোসেন ও তার সহযোগি মামুন হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইব্রাহিমের কাছ থেকে এক পুরিয়া গাঁজা এবং একটি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক দুইজনে মোটরসাইকেলে পুলিশ স্টিকার লাগিয়ে বিভিন্নস্থানে মাদকের কাবার করতো। এ ব্যাপারে পুলিশ তাদের দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। আটক ইব্রাহিম হোসেন যশোর সদর উপজেলার নুরপুর গ্রামের মধ্যপাড়ার ফারুক হোসেনের ছেলে তার সহযোগী আটক মামুন হোসেন বোলপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানিয়েছেন, গত শুক্রবার বিকেল ৫টার দিকে মাদক ও আইন শৃঙ্খলা রক্ষায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে শহরের পুরাতন কসবা পুয়াডাঙ্গা স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলে পুলিশ স্টিকার লাগিয়ে মাদকের কারবার করছে দুইজনে। এসময় সেখানে অভিযানে গিয়ে ওই দুইজনকে আটক করা হয়। ইব্রাহিমের কাছ থেকে উদ্ধার করা হয় এক পুরিয়া গাঁজা এবং নম্বর বিহীন একটি এ্যাপাচি মোটরসাইকেল। পুলিশ স্টিকার লাগিয়ে মাদকের কারবার করে আসছিল। এই ঘটনায় তাদের দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুইটি মামলা করেছে পুলিশ। শনিবার দুইজনকেই আদালতে সোপর্দ করারপরে বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহম্মেদ শুভ তাদের জামিন মঞ্জুর করেছেন।
তবে আটক ইব্রাহিম পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন। নানা অভিযোগে চাকুচ্যুৎ হওয়ার পরে তিনি বিভিন্নস্থানে আবারও পুলিশ পরিচয় দিয়ে প্রতারণাসহ মাদকের কারবার করে আসছিলো বলে জানা গেছে।