
যশোর অফিস : নিশান (১৬) নামে এক কিশোরকে শহরতলী নীলগঞ্জ শাহাপাড়াস্থ এলাকায় গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেছে। সে সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সদর ফাঁড়ীর পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পান শহরের নীলগঞ্জ শাহাপাড়াস্থ আব্দুল মালেকের বাড়ির সামনে কতিপয় ব্যক্তি গাঁজা বিক্রি করছে। উক্ত সংবাদের সেখানে বিকেল সাড়ে ৬টায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা গাঁজা নিয়ে অবস্থানকারী নিশান পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে তার প্যান্টের পকেটের মধ্যে থাকা ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। শুক্রবার শিশুটিকে আদালতে সোপর্দ করা হয়েছে।