যশোর অফিস : গাঁজা বেচাকেনার অভিযোগে ফারুক হোসেন নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক হোসেন যশোর সদর উপজেলার শাহাবাজপুর গ্রামের আব্দুল জলিল হোসেনের ছেলে। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম গত শনিবার রাতে গাঁজা বিক্রেতা ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। রোববার দুুপুরে ফারুক হোসেনকে আদালতে সোপর্দ করা হয়।
সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই তৌফিকুল ইসলাম জানান, শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের শাহাবাজপুর গ্রামের ফারুক হোসেনের মাছের পুকুর পাড়স্থ টিনের কুঁড়ে ঘরে বসে ফারুক হোসেন গাঁজা বেচাকেনা করছিলো। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত