যশোর প্রতিনিধি : যশোরে অর্থলোভী এক স্বামী টাকার জন্য তার প্রথম স্ত্রী শাহানাজ বেগমকে ছুরিকাঘাত করেছে। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে চাকুসহ স্বামী সাহেব আলীকে আটক করে পুলিশে দিয়েছে। সে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জয়নগর ( শেখপাড়া) গ্রামের বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুল মাজেদ শেখ এর ছেলে। এ ঘটনায় আহত স্ত্রী বাদি হয়ে রোববার ১ সেপ্টেম্বর বিকেলে কোতয়ালি থানায় মামলা করেন।
মামলায় বাদি উল্লেখ করেন, তার স্বামী সাহেব আলী বাদির পিতার বাড়ি চাঁচড়া রায়পাড়া এলাকার বাড়িতে বিগত ১০/১৫ বছর যাবত থেকে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে আসছে। সে অনুমান ৯ বছর পূর্বে যশোরের কেশবপুর উপজেলা এলাকায় সাথী নামে এক নারীকে বিয়ে করে। সেখানে বেশীর ভাগ সময় থাকে মাঝে মধ্যে বাদির পিতার বাড়িতে এসে টাকা পয়সার জন্য বাদির পিতা মাতাসহ বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমনকি মারধোর করে। তারই জের ধরে রোববার ১ সেপ্টেম্বর দুপুর ২ টার সময় বাদির নিকট সাহেব আলী ৫ হাজার টাকা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করলে বাদিকে এলোপাতাড়ীভাবে মারপিট শুরু করে। সাহেব আলীর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাদিকে হত্যার উদ্দেশ্যে ডান পায়ের রানে উপর আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। তখন বাদির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাদির স্বামী সাহেব আলীকে ছুরিসহ আটক করে। পরে থানা পুলিশে খবর দিলে থানা থেকে পুলিশ এসে সাহেব আলীকে চাকুসহ হেফাজতে গ্রহন করে। বাদিকে রক্তাক্ত জখম অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।