যশোর প্রতিনিধি : যশোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে কর্মরত সিদ্দিকুর রহমান।
সোমবার (১৯ মে) সিদ্দিকুর রহমানের স্ত্রী লাভলী আক্তার লাকী যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, চলতি বছরের ৩১ জানুয়ারি পারিবারিকভাবে লাভলী আক্তারের সঙ্গে সিদ্দিকুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সিদ্দিকুর রহমান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। পরে বাধ্য হয়ে লাভলী ৫ লাখ টাকা ধার করে গত ২৮ ফেব্রুয়ারি স্বামীর হাতে তুলে দেন।
তবে বাকি ৫ লাখ টাকা না পেয়ে আবারও নির্যাতনের মাত্রা বাড়ান সিদ্দিকুর রহমান। একপর্যায়ে গত ১৪ মার্চ লাভলীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গত ২৯ মার্চ সন্ধ্যায় যশোরের অভয়নগরের রাজঘাট এলাকায় লাভলী আক্তার ও তাঁর মা সাফিয়া খানমকে ডেকে পাঠান সিদ্দিকুর। সেখানে ফের যৌতুকের টাকা দাবি করেন তিনি। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে গলা টিপে হত্যার চেষ্টা করেন।
তবে স্থানীয় লোকজন জড়ো হলে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান সিদ্দিকুর রহমান।
অভিযোগকারী লাভলী আক্তার লাকী যশোরের অভয়নগরের মৃত আনোয়ার হোসেন ফারাজীর মেয়ে। অভিযুক্ত সিদ্দিকুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত