
যশোর অফিস : গত শনিবার যশোর সদর উপজেলার জিরাট এলাকায় একজনকে গনধর্ষণের অভিযোগ উঠেছে।
যশোর সদরের রূপদিয়া শাঁখারীগাতি গ্রামের এক গৃহবধূকে রূপদিয়ার জিরাট এলাকার স্থানীয় মাদক ব্যবসায়ী নূর হোসেনের ছেলে সোহেল @ গুটি সোহেল ও একই এলাকার এবং তার বন্ধু আব্দুর রহমানের ছেলে আলামিন গণধর্ষণ করেছে ।
শনিবার বেলা সাড়ে ৫টার তার শ্বশুরবাড়ি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর বটতলা এলাকায় পৌঁছে দেয়ার কথা বলে সোহেল ওরেফে গুটি সোহেল তার ব্যবহৃত মোটরসাইকেলে নিয়ে যায়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুটি সোহেল এবং তার বন্ধু আল-আমিন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া জিরাট ফাইন ব্রিকসের একটি পরিত্যক্ত টিনের ঘরের ভিতরে সানজিদা খাতুনকে ভয়-ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
গতকাল রোববার সকালে সানজিদার পরিবার কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করলে স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল হোসেন আসামি গুটি সোহেল এর বন্ধু আল-আমিনকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।