
যশোর অফিস : পিতার সাথে ঘুরতে বের হয়ে বাড়ি ফেরা হলো না মোস্তাক আহমেদ সাহাবি হোসেন নামে ছয় বছরের এক শিশুর। ঘাতক কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে সে। এ ঘটনায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পিতা বিল্লাল হোসেন (৪০)। শুক্রবার বিকেলে যশোর শহরতলীর সন্যাসী দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বিল্লাল হোসেন বিকেলে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেল ৫টার দিকে মুড়লী থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় পথিমধ্যে সন্যাসী দিঘীরপাড় নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ ১৪-১৫৬৯) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় । এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে সাহাবি ও পিতা বিল্লাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা বিল্লাল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে বিল্লালের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে খুলনায় রেফার করা হয়।