জন্মভূিম ডেস্ক : চেক ডিজঅনার মামালায় রংপুরের পীরগঞ্জের ব্যবসায়ী মুকুল মিয়াকে ১ বছর কারাদণ্ড ও ৮০ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্তি যুগ্ম দায়রা জজ শম্পা বসু এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মুকুল বিশ্বাস রংপুর পীরগঞ্জের খালাসপীর গ্রামের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক। বিষয়টি নিশ্চত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।
মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগের নওয়াপাড়ার মেসার্স আতিক এন্ড ব্রাদার্সের মালিক আতিকুর রহমান সার ও কয়লা আমদানি-রপ্তানির ব্যবসা করেন। আসামি মুকুল মিয়া তার ব্যবসা প্রতিষ্ঠা থেকে নগদ ও বাকিতে কয়লা ক্রয় করতেন। বার্ষিক হিসাব শেষে মুকুল মিয়ার কাছে পাওনা হয় ৮০ লাখ ৫০ হাজার টাকা। মুকুল মিয়া তার দেনা পরিশোধের জন্য আতিকুর রহমানকে সমপরিমান টাকার একটি চেক দেন। ২০২১ সালের ২৫ এপ্রিল চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে পর্যপ্ত টাকা না থাকায় ডিজঅনার হয়। পরর্বীতে মুকুল মিয়াকে লিগ্যাল নোটিশের মাধ্যমে বিষয়টি অবহিত করলে তিনি টাকা পরিশোধ করেননি। পরবর্তীতে আতিকুল রহমান বাদী হয়ে চেক ডিজঅনারের অভিযোগে আদালতে একটি মামলা করেন। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি মুকুল মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছর কারাদণ্ড ও চেকে উল্লেখিত ৮০ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মুকুল মিয়া পলাতক আছে।
যশোরে চেক ডিজঅনারের মামলায় ব্যবসায়ীর দণ্ড
Leave a comment