যশোর অফিস : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করা হয়েছে। শনিবার বিকাল ৬টায় শহরের মুঙ–লী মোঙ– এলাকায় ইউনিয়নবাসীর উদ্যোগে এই মিছিল করা হয়। রামনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে যুবলীগ নেতা নাসির উদ্দিন বলেন, রামনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ এলাকায় রামরাজত্ব কায়েম করেছেন। তিনি সন্ত্রাসী লালন পালনের মাধ্যমে গোটা রামনগর এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড মাদক বেচাকেনা এমনকি মুক্তিপণ আদায়ের মতো ঘৃণ্যতম কাজ করে চলেছেন। তার এহেন কর্মকাণ্ডে ইউনিয়নবাসী অতিষ্ঠ। তিনি এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত