যশোর অফিস : যশোরে বেয়াইয়ের চোখ তুলে হত্যার ঘটনায় বেয়াইন মাসুরা বেগমসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল ৩১ মার্চ নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাসুরা বেগমসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানের সঙ্গে অভিযুক্ত মাসুরা বেগমের মেয়ের বিয়ে হয়। মাসুরা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসা করেন। মেহেদীকে বিদেশে পাঠানোর জন্য ১৫ লাখ টাকা চুক্তি হয়। এরই মধ্যে মাসুরা বেগমকে ১২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও মেহেদীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
গত ২৯ মার্চ সিরাজুল ইসলাম ও তার ভাই মফিজুল ইসলাম মাসুরা বেগমের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এ সময় মাসুরা বেগমসহ অন্যান্য অভিযুক্তরা সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মাসুরা বেগমসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অভিযুক্ত আসামিরা হলেন মোছাঃ মাসুরা বেগম, মনিকা খাতুন, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ ফয়ছল, মনিরুল ইসলাম, মোছাঃ সুমাইয়া ইসলাম, রেজা আকাশ।
মামলার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত জানিয়েছেন ঘটনায় পরপরই অভিযুক্ত মাসুরা বেগমকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকে জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত