
যশোর অফিস : যশোরের বারান্দীপাড়া মেঠোপুকুর পাড় এলাকা থেকে একটি চোরাই রিকসার মালামাল আরবপুর রেল গেটের উত্তর পাশের একটি ভাংড়ির দোকানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রিকসা চুরির অভিযোগে কোতয়ালি থানায় ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক আসামিরা হলো বারান্দীপাড়া মাঠপাড় এলাকার রফিয়ার ভাড়াটিয়া বাবু মিস্ত্রির ছেলে সাঈদ (২৬) এবং সদর উপজেলার গোয়ালদাহ পূর্বপাড়ার সুমনের ছেলে বকুল (২২)।
এছাড়া অন্য আসামিরা হলো, বারান্দীপাড়া মাঠপাড়ার শাম্মর ছেলে হোসেন আলী (১৯), আরবপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে রাব্বী (৩০), গোয়ালদাহ পূর্বপাড়ার আদম আলী ব্যাপারীর ছেলে সুমন (৩৮) এবং আরবপুরের সোপ্পার ছেলে রমজান আলী (২৫)।
বারান্দীপাড়া মেঠোপুকুর পাড় এলাকার লাল মিয়ার স্ত্রী আমিনা খাতুন (৫১) কোতয়ালি থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, তার নিজের নামে ৪টি রিকসা আছে। প্রতিদিন তিনি তা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করেন। আসামি আলী হোসেন, সাঈদ ও রাব্বি গত ২৩ মে দুপুরের দিকে ওই এলাকার আবু হোসেনের বাড়ির উঠান থেকে একটি রিকসা চুরি করে নিয়ে যায়। এরপর তিনি ও তার ছেলে রিকসাটি খুঁজতেন থাকেন। পরবর্তীতে জানতে পারেন তার চুরি হওয়া রিকসাটি আরবপুর রেলগেট বিশ্বাস মার্কেটের আসামি সুমনের ভাংড়ির দোকানে আছে। তিনি পুলিশের সংবাদ দিলে সেখান থেকে আসামি সাঈদ ও বকুলকে আটক করা হয়। বাকিরা কৌশলে পালিয়ে যায়। পরে ওই দোকান থেকে রিকসার বিভিন্ন পার্টস উদ্ধার করা হয়।
সদর পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানিয়েছেন, চোরাইকরা রিকসাটি সুমনের ভাংড়ির দোকানের নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করা হয়। তার কিছু অংশ উদ্ধার করা হয়। সেখান থেকে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। আটক আসামিদ্বয়কে আদালতের মাধ্যমে রোববার জেলাহাজতে পাঠানো হয়েছে।