
যশোর অফিস : ভারতীয় শাড়ি ও থ্রি-পিচ চোরাচালান মামলায় দুই ব্যক্তিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের রায় দিয়েছে যশোরের একটি আদালত। মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ তাজুল ইসলাম এক রায়ের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলো, মাগুরা জেলার শালিখা থানার শালিখা গ্রামের হারেজ মোল্লার ছেলে আজিজুল ইসলাম ও যশোর শহরের আরএন রোডের মৃত সুরুজ মিয়ার ছেলে এসএম সোহেল। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি আসাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৫ জুলাই কোতোয়ালি থানা পুলিশ বেজপাড়া তালতলা মোড়ের একটি বাড়িতে অভিয়ান চালায় । এ সময় ওই বাড়ি থেকে ভারত থেকে অবৈধ পথে আনা শাড়ী ও থ্রি-পিচ উদ্ধার ও আজিজুল ইসলামে আটক করা হয়। যার দাম প্রায় ৮ লাখ টাকা। এঘটনায় এসআই ছাব্বিরুল আলম বাদী হয়ে চোরাচালান দমন আইনে আটক আজিজুল ও তার সহযোগী এসএম সোহেলকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই দ্ইুজনকে অভিযুক্ত করে আদলতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই অপূর্ব হাসান। দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজনই পলাতক আছে।