
যশোর অফিস : যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেসক্লাব যশোরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা নার্গিস ইসলাম।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের মদদে মাহে রমজানে দেশের কিছু অসাধু ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। দেশের বর্তমান অবস্থায় সাধারণ মানুষ রোজা রেখে ইফাতার করতে পারছে না। বর্তমান সরকার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনৈতিক মেরুদন্ড ভেঙ্গে ফেলেছে। বর্তমান সরকারের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করার কারণে খুন, গুম ও মিথ্যা মামলার স্বীকার হচ্ছে হাজার হাজার প্রতিবাদী মানুষ। বর্তমান দেশের এই সংকট মূহুর্তে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে বিনা ভোটে কাউকে ক্ষমতায় আসতে দেয়া হবে না।
জাগপা জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী জনাব নিজামদ্দিন অমিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মো: ইসহক, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: মাহবুব আলম, বাচ্চু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এম মোহর আলী, জেলা জাসদ সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, সাবেক পৌর কাউন্সিলর হাজী আনিচুর রহমান মুকুল প্রমুখ।
অনুষ্ঠানে জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধান, অধ্যাপিকা রেহেনা প্রধান, জহির উদ্দীন আকব মানিক, স্বর্গীয় কার্তিক চন্দ্র পাল, মিস্টন গাজীর বিদেহী আত্মার মাগফেরাত ও শাস্তি কামনা করে দোয়া করা হয়।