যশোর অফিস : যশোরে বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি সোমবার থেকে শুরু হয়েছে। এই দিন জেলা স্বেচ্ছাসেক দলের আয়োজনে দোয়া মাহফিল ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়। জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দলের বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহীদ জিয়াউর রহমান বাঙালি জাতির এক ক্ষণজন্মা পুরুষ। তিনি দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে সমৃদ্ধির বাংলাদেশে পরিণত করেছিলেন। দেশের কৃষি নির্ভর অর্থনীতির ভিতকে মজবুত করতে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে কৃষির ব্যাপক উন্নয়ন করেছিলেন। দেশের শিল্প ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন। তার আর্দশ, দর্শন, চিন্তা ধারা বাঙালি জাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে উপস্থিত বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিদের নিয়ে শ্রমজীবী মানুষের হাতে ছাতা তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, কাজী আজম, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম চৌধূরী মুল্লক চাঁদ, আঞ্জুরুল হক খোকন, আব্দুর রাজ্জাক, রাশিদা রহমান, এম তমাল আহমেদ, নাজমুল হোসেন বাবুল, নির্মল কুমার বিট, আলী হায়দার রানা, রেজোয়ানুল ইসলাম খান রিয়েল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল।