যশোর অফিস : যশোরে তরুণদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা যশোরের আয়োজনে শনিবার কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। যশোর শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন অংশগ্রহণকারী ৩০ তরুণ-তরুণীর হাতে সনদপত্র তুলে দেন।
গত বৃহস্পতিবার কর্মশালার উদ্বোধন হয়। এদিন মেডিটেশন ও কাউন্সেলিং বিষয়ে প্রশিক্ষণ দেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক মুকুল হায়দার ও মানবাধিকার কর্মী আইনজীবী তাহমিদ আকাশ। দ্বিতীয় দিন শুক্রবার ‘জীবনের গন্তব্য’ বিষয়ে প্রশিক্ষণ দেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাকিব- উল ইসলাম ও অগ্রণী ব্যাংক যশোর বাজার শাখার ব্যবস্থাপক শরিফুল ইসলাম। সমাপনীদিনে আবৃত্তি ও লেখাজোখা কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন আবৃত্তি শিল্পী জাহিদুল যাদু ও প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।
কর্মশালায় বন্ধুসভা ও বিভিন্ন কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাপনীদিনে সনদপত্র বিতরণী শেষে শহরের সুধীজনদের নিয়ে ইফতারির আয়োজন করা হয়।