যশোর অফিস : শনিবার দুপুরে যশোরের শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমিতে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়ার সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিকে সকালে শহরের পিলু খান রোডে বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে নগর বিএনপির উদ্যোগে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।