যশোর অফিস : যশোরের এসআই মিজানের নাম ভাঙ্গিয়ে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তিন প্রতারককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তাদেরকে বুধবার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মিঠু সরদার, সাজিয়াড়া গ্রামের শাম্মী হোসেন মোল্লা ও বটিয়াঘাটার আহসান আরিফ। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তারা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বিকার করেন। পরে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই অনুপম রায় জানান, শহরতলীর চাঁচড়া বাজার এলাকার মোস্তফা আওয়াল উদ্দিনের কাছথেকে এসআই মিজানের নাম ভাঙ্গিয়ে বোন অসুস্থতার দোহায় দিয়ে গত ১ মার্চ বিকাশের মাধ্যমে ৩০ হাজার ৮০ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় মামলার পর তিনি তদন্তের দায়িত্ব পান। প্রথমে বিকাশের মাধ্যমে টাকা নেয়া নাম্বার গুলোর মালিকদের তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করেন। ৯ মে তারা খুলনা জেলায় অভিযান চালান। ১০ মে প্রথমে ডুমুরিয়া থেকে মিঠু সরদারকে আটক করেন। এরপর তার দেয়া তথ্যমতে আহসান আরিফের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ২৩ হাজার ৩শ’৫০ টাকা উদ্ধার করা হয়। এরপর তাদের আরেক সহকারীকে শাম্মী হোসেনকে আটক করা হয়। পরবর্তিতে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়। বুধবার বিকেলে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যিোজস্ট্রট মারুফ আহম্মেদ তাদের জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই অনুপম রায় জানিয়েছেন, আসামিরা এ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বিকার করেছেন।