
শহিদ জয়, যশোর : যশোর সদরের তালিবাড়িয়া গ্রামের জাফর হোসেনের বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগে নয় জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার জাফর হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্ত করে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোর সদরের সালিয়াট গ্রামের নজরুল ইসলামের ছেলে সবুজ হোসেন, খাইরুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন, মাফুউল্লাহার ছেলে নিশান হোসেন, মিনাজ হোসেনের ছেলে আদিল, মনিরুল ইসলামের ছেলে আকাশ হোসেন, সুলতান হোসেনের ছেলে বরশন, আব্দুল্লাহর ছেলে হ্যাপি, মৃত বদিয়ার মোড়লের ছেলে খাইরুল ইসলাম ও মৃত তুরা খার ছেলে আছাদ খা।
মামলার অভিযোগে জানা গেছে, গত ২২ নভেম্বর রাতে জাফর হোসেন খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ১০/১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভাংগার সময় চিৎকারে গ্রামের লোকজন এসে ধাওয়া করে আসামি সবুজ হোসেনকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এরমধ্যে পুলিশকে সংবাদ দিলে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর গ্রামের গন্যমান্য ব্যক্তিদের অনরোধে মুচলেকা নিয়ে সবুজকে ছেড়ে দেয়া হয়। গত ২৪ নভেম্বর সন্ধ্যায় জাফর হোসেনকে আসামি সবুজ ও তার সহযোগীরা ডাকাতির বিষয়টি জানাজানি করলে খুন-জখম করবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে তিনি মামলা করেন।